Kharagpur: পরিবহন আধিকারিককে মারধর বালি লরির চালক ও খালাসির, সঙ্গে ছিল বালি মাফিয়া

Kharagpur: পরিবহন আধিকারিককে মারধর বালি লরির চালক ও খালাসির, সঙ্গে ছিল বালি মাফিয়া

খড়গপুর গ্রামীণ থানার উত্তর সিমলার কাছে জাতীয় সড়কের উপর বালির লরির বৈধ কাগজপত্র দেখতে চাওয়ায় স্থানীয় বালি মাফিয়াকে সঙ্গে নিয়ে এক পরিবহন আধিকারিককে বেধরক মারধরের অভিযোগ উঠলো লরির চালক ও খালাসির বিরুদ্ধে। আহত অবস্থায় ঐ আহত আধিকারিক এম.ভি.আই দেবাশীষ কুণ্ডুকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, সোমবার রাত্রি ৯টা নাগাদ উত্তর সিমলার কাছে ৬ নম্বর জাতীয় সড়কে একটি বালি বোঝাই লরি আটকে বৈধ কাগজপত্র দেখতে চান পরিবহন আধিকারিক দেবাশীষবাবু। অভিযোগ, তখনই তার উপর চড়াও হয় লরির চালক ও খালাসি। শুধু তাই নয়, ফোন করে স্থানীয় এক বালি মাফিয়াকে ডেকে আনে তারা। এরপরে বেধড়ক মারধর করে গলার সোনার চেনও ছিনিয়ে নেওয়া হয় ঐ আধিকারিকের। বুকে, পিঠে আঘাত লাগে দেবাশীষবাবুর। এরপর আধিকারিককে আহত অবস্থায় উদ্ধার করে খড়গপুর গ্রামীন থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে আসেন মহকুমা পুলিশ আধিকারিক ও খড়গপুর গ্রামীণ থানার ওসি। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সূত্রের খবর, ঘটনার খবর পেয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলেছেন ও আশ্বাস দিয়ে কর্তব্যনিষ্ঠ থাকার অনুরোধ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ