Nandigram : বরখাস্ত হওয়া শিক্ষকের তালিকায় নন্দীগ্রামের শিক্ষা কর্মাধ্যক্ষা, বিতর্ক তুঙ্গে, কটাক্ষ শুভেন্দুর

কলকাতা হাইকোর্ট নিয়োগে বেনিয়মের অভিযোগে ২৬৯ জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে। সম্প্রতি চাকরি হারানো শিক্ষকদের তালিকা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পূর্ব মেদিনীপুর জেলায় চাকরি হারানো ৩০ জনের তালিকায় রয়েছে তৃণমূল পরিচালিত নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষা সঞ্চিতা প্রধানের নাম। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা বোর্ডের তরফে জানা গিয়েছে, হাইকোর্টের বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ কার্যকর করা হচ্ছে। যদিও সঞ্চিতা প্রধানের দাবি তিনি নিয়ম মেনেই চাকরি পেয়েছেন এবং চাকরি থেকে বরখাস্ত হওয়ার বিষয়ে কিছু জানেন না। অন্যদিকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কটাক্ষ, “উনি টেট পাশ করেননি। পরীক্ষাও দেননি। তার পরেও প্রাথমিক শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছেন।” পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ এনে শুভেন্দুর ব্যঙ্গ, এ রকম হাজার হাজার ঘটনা আছে। সবার চাকরি যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ