Medinipur : নাম ভাঁরিয়ে চাকরি, গ্রেপ্তার ২ মহিলা সহ ৬ জন, ফাঁস প্রতারণা চক্র

Medinipur : নাম ভাঁরিয়ে চাকরি, গ্রেপ্তার ২ মহিলা সহ ৬ জন, ফাঁস প্রতারণা চক্র

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
নকল পরিচয়ে বা নাম ভাঁরিয়ে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সে করছিলেন চাকরি। কর্মরত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানায়। অবশেষে ধরা পড়লেন ৬ জন। ধৃতদের মধ্যে ২ জন মহিলা। ভুয়ো পরিচয়ে চাকরির প্রতারণা চক্র ফাঁস।

জানা গিয়েছে, রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের অধীনে ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সে বিভিন্ন ভাবে নাম ভাঁরিয়ে ঢুকেছিলেন ধৃতরা। ভুয়ো পরিচয়ে ডাই-ইন-হারনেস অর্থাৎ সরকারি কর্মীর মৃত্যুতে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়ের চাকরির কোটায় চাকরি পান তাঁরা। সরকারি ভাবে ট্রেনিং নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার অধীনে বিগত ৫-৬ বছর ধরে করছিলেন চাকরি। অবশেষে ধরা পড়লেন ২ জন মহিলা সহ ৬ জন।

আরও পড়ুন:  Medinipur : ভোট মিটতেই দলবদল! কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য তৃণমূলে

পুলিশ সূত্রে খবর, এই সংক্রান্ত একাধিক অভিযোগ আসার পরে নোটিশ পাঠিয়ে শুক্রবার ধৃতদের ডেকে পাঠায় কোতয়ালি থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় ৪২০, ৪৯৮, ৪৬৮ সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। শনিবার ধৃতদের আদালতে পেশ করা হলে ২ জন মহিলার ৪ দিনের জেল হেফাজত ও ৪ জন পুরুষের ৩ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রতারণা চক্রের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ