Bankura: তৃণমূল ব্লক সভাপতির হম্বিতম্বি, হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরতে গিয়ে রোষের মুখে পুলিশ

Bankura: তৃণমূল ব্লক সভাপতির হম্বিতম্বি, হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরতে গিয়ে রোষের মুখে পুলিশ

হেলমেট বিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল পুলিশ। তারই জেরে তৃণমূলের ব্লক সভাপতির হম্বিতম্বির মুখে পড়তে হল তাদের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর চৌমাথা মোড় এলাকায়। নিমেষে তৃণমূলের ব্লক সভাপতির প্রকাশ্যে হম্বিতম্বির ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও GNE Bangla-র তরফে সেই ভিডিও-র সত্যতা যাচাই করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে জয়পুরের চৌমাথা মোড় এলাকায় হেলমেট বিহীন বাইক চালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল জয়পুর থানার পুলিশ। হেলমেট বিহীন ও বৈধ কাগজপত্র না থাকা বাইক আরোহীদের আটক করে জরিমানা করা হচ্ছিল। অভিযোগ, সেই সময়ে সেখানে উপস্থিত হন জয়পুর ব্লকের তৃণমূল সভাপতি ইয়ামিন শেখ। তিনি পুলিশকে বাজারের মধ্যে এই কাজ বন্ধ করতে বলেন। পুলিশের সঙ্গে তিনি বচসাতেও জড়িয়ে পড়েন। তখন পুলিশ তাঁকে সরকারি কাজে বাধা দানের জন্য গ্রেপ্তারের হুঁশিয়ারি দিলেই বচসা আরও তীব্র হয়। প্রকাশ্য রাস্তায় সেই হম্বিতম্বির ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

জয়পুর ব্লকের তৃণমূল সভাপতি ইয়ামিন শেখের বক্তব্য, তাঁর বাইক ছিল না। কিন্তু বাজারের মধ্যে বাইক ধরার ফলে স্থানীয়রা অসুবিধায় পড়ছিলেন। তাই পুলিশকে বাজারের বাইরের রাস্তায় অভিযান চালানোর জন্য অনুরোধ করতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে শাসকদলের নেতার এই কাজকে সুনজরে দেখছে না বিজেপি। শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ