Medinipur : ৬ ঘন্টা অবস্থান বিক্ষোভ শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের

Medinipur : ৬ ঘন্টা অবস্থান বিক্ষোভ শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দ্রুত বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, স্বচ্ছতার সাথে দ্রুত সমস্ত শূণ্যপদে নিয়োগ, সমস্ত ক্ষেত্রের অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি বাতিল, প্রি-পেইড স্মার্ট মিটার প্রত্যাহার, প্রবীণ নাগরিকদের ভারতীয় রেলে ভাড়ার ছাড় লাগু, নয়া পেনশন স্কিম বাতিল সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহ্বনে ৬ ঘন্টা অবস্থান বিক্ষোভ পালন করলেন বামপন্থী শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের সদস্যরা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

বুধবার বেলা ২ টো থেকে রাত্রি ৮ টা পর্যন্ত দীর্ঘ ৬ ঘন্টা ব্যাপী অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের কর্মচারী ভবন প্রাঙ্গণে। কর্মসূচিতে যৌথ মঞ্চের কয়েকশত কর্মী সমর্থক যোগদান করেন। উপস্থিত ছিলেন ১২ ই জুলাই কমিটি, কো-অর্ডিনেশন কমিটি, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চায়েত যৌথ সমিতি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মী, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাকর্মী সমিতি, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলির প্রতিনিধিরা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ