লালনের দেহ নিয়ে তুমুল উত্তেজনা, এফআইআর খারিজ করতে কোর্টে সিবিআই

লালনের দেহ নিয়ে তুমুল উত্তেজনা, এফআইআর খারিজ করতে কোর্টে সিবিআই

 

সিবিআই হেফাজতে মৃত বগটুই কান্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের মৃতদেহ নিয়ে পরিবার ও গ্রামবাসীদের সিবিআই ক্যাম্পের সামনে ধর্ণাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হল রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী শিবিরে। অন্যদিকে লালনের পরিবারের তরফে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই।

বুধবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লালনের দেহ নিয়ে রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী শিবিরের সামনে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন লালনের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা৷ সিবিআই আধিকারিকদের গ্রেফতার না করা পর্যন্ত বিক্ষোভ চলবে জানিয়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিবিরে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। অফিসের বাইরে মোতায়েন জওয়ানদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধ্বস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশ বাহিনী৷ অবশেষে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

আরও পড়ুন:  সিবিআই হেফাজতে ‘রহস্য মৃত্যু’ বগটুই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের

অন্যদিকে লালন শেখের মৃত্যুতে ৭ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মৃত লালন শেখের স্ত্রী, রেশমা বিবি। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, তোলাবাজির অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি-সহ মোট ৭ জনের নামে। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই৷ বিচারপতি জয় সেনগুপ্ত মামলা করার অনুমতি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ