Kurmi: কুড়মি আন্দোলনের জের, কুস্তাউর রেললাইনেই বাঁধা হচ্ছে প্যান্ডেল

Kurmi: কুড়মি আন্দোলনের জের, কুস্তাউর রেললাইনেই বাঁধা হচ্ছে প্যান্ডেল

রেল লাইন অবরোধের পর থেকে ১২ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হলেও কাটেনি কুড়মি (Kurmi) আন্দোলনের জের। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুরুলিয়ার (Purulia) কুস্তাউর স্টেশনে এখনও চলছে অবরোধ। রেললাইনেই বাঁধা হচ্ছে প্যান্ডেল।

কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্তি ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্তি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন কুড়মি মাহাতো সমাজের মানুষজন। মঙ্গলবার জঙ্গলমহলের একাধিক জায়গায় চলে রেল ও সড়ক অবরোধ। স্তব্ধ হয়ে যায় রেল যোগাযোগ। দক্ষিণ পূর্ব রেলের তরফে এইদিন খড়গপুর শাখার বহু ট্রেন বাতিল করা হয়েছে।

ঝাড়গ্রাম-পুরুলিয়া-বাঁকুড়া জেলার খবর পড়তে এখানে ক্লিক করুন

পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে মঙ্গলবার সকাল ৬টা থেকে রেল অবরোধ শুরু হয়। তা এখনও চলছে। কয়েক হাজার মানুষ রেল লাইনে সমাবেশ করে নাচ, গান এবং খাওয়াদাওয়া করে উৎসবের মেজাজে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

স্টেশন চত্ত্বরে মেলা বসে যায়। সন্ধ্যায় রেললাইনে বাঁশ পুঁতে প্যান্ডেল বাঁধার উদ্যোগ শুরু করেন আন্দোলনকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ