Medinipur : কংসবতী রেলসেতু থেকে গ্যাংম্যান জলে, ঘটনাস্থলে ডুবুরি নিয়ে এনডিআরএফ

Medinipur : কংসবতী রেলসেতু থেকে গ্যাংম্যান জলে, ঘটনাস্থলে ডুবুরি নিয়ে এনডিআরএফ

বৃহস্পতিবার সকালে আরণ্যক এক্সপ্রেস যাওয়ার সময় মেদিনীপুরে কংসবতী নদীর উপরে রেলসেতু থেকে নদীতে পড়ে গেলেন একজন গ্যাংম্যান। উদ্ধারের জন্য ঘটনাস্থলে এনডিআরএফ এর উদ্ধারকারী দল। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

জানা গিয়েছে, এইদিন সকাল ০৯:৫৫ নাগাদ ১২৮৮৫ আরণ্যক এক্সপ্রেস মেদিনীপুর সংলগ্ন কংসবতী নদীর উপরে রেলসেতুর উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজের উপরে উপস্থিত ছিলেন রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ট্রাকম্যান তপন দাস। আদতে খড়গপুরের খরিদার বাসিন্দা ৪৫ বছর বয়সী তপনবাবু রেল সেতুর উপরে কিমি নম্বর ১২৫/১৪এ এর কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়েই তিনি সম্ভবতঃ ট্রেনের ঝাকুনি ফলে ব্রিজ থেকে নদীর জলে পড়ে যান।

আরও পড়ুন:  Medinipur: বিজেপি যুব মোর্চার কোতোয়ালী থানা ঘেরাও কর্মসূচি, অখিল গিরির গ্রেপ্তারির দাবি

এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হন মেদিনীপুরের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, স্থানীয় থানার আধিকারিক, মেদিনীপুর জিআরপি ও আরপিএফ এর আধিকারিকরা। ডুবুরি নিয়ে উদ্ধারকাজে নামে এনডিআরএফ এর উদ্ধারকারী দল। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও নিখোঁজ ট্রাকম্যানের খোঁজ মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ