Arpita Mukherjee: টাকার স্তুপে সবং এর নাম, মিলল সাউ বস্ত্রালয়ের প্যাকেট, এলাকায় চাঞ্চল্য

Arpita Mukherjee: টাকার স্তুপে সবং এর নাম, মিলল সাউ বস্ত্রালয়ের প্যাকেট, এলাকায় চাঞ্চল্য

প্রাথমিক শিক্ষক ও এসএসসি নিয়োগে দুর্নীতি এবং তা কেন্দ্র করে ইডি কর্তৃক কোটি কোটি টাকা উদ্ধারের সঙ্গে জড়িয়ে গেল পশ্চিম মেদিনীপুরের নাম। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার আবাসনের ফ্ল্যাটে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার স্তুপে দেখা মিলল সবং এর ‘সাউ বস্ত্রালয়ের’ প্যাকেট। যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।

বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। ফের খোঁজ মেলে টাকার। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের ডেকে এনে মোট চারটি বৃহদাকার যন্ত্রে চলে টাকা গণনা। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ টাকা গণনা শেষ হয়। সূত্র মারফত জানা গিয়েছে, টাকার পরিমাণ ২৭ কোটি ৯০ লক্ষ। সেই সঙ্গে ৪ কোটির বেশি টাকার সোনার বাট উদ্ধার হয়েছে। সূত্রের খবর, ফ্ল্যাটের শৌচাগার ওয়ার্ডরোব থেকে প্যাকেট ব্যাগে উদ্ধার হয়েছে টাকা। তাৎপর্যপূর্ণ ভাবে টাকার স্তুপে সবং এর ‘সাউ বস্ত্রালয়ের’ প্যাকেট উদ্ধার হয়েছে।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

টাকার পাহাড়ে সবং এর বস্ত্র বিপণি ‘সাউ বস্ত্রালয়ের’ প্যাকেটের উপস্থিতির ছবি মিলতেই পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মনে করা হচ্ছে, ঐ প্যাকেটে করে গিয়ে থাকতে পারে নিয়োগ দুর্নীতির টাকা। ফলে অস্বস্তি তৈরি হয়েছে জেলা তৃণমূলের অন্দরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ