Adra Murder : আদ্রায় তৃণমূল নেতা খুনের তদন্তে সিট

img 20230622 wa0004

বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার আদ্রায় দলীয় পার্টি অফিসে তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবেকে গুলি করে খুন করে দুষ্কৃতিরা৷ ঘটনায় গুলিবিদ্ধ হন তৃণমূলের শহর সভাপতি ধনঞ্জয় চৌবের দেহরক্ষীও। সেই ঘটনার তদন্তে জেলা পুলিশের তরফে গঠিত হল বিশেষ তদন্তকারী দল সিট।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ নাগাদ আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে আদ্রার পাণ্ডে বাজার এলাকায় দলীয় অফিসের বারান্দায় বসে ছিলেন। আচমকা দু’জন দুষ্কৃতি বাইকে এসে গুলি ছুড়তে শুরু করে। চালায় মোট ৬ রাউন্ড গুলি। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে ও তাঁর দেহরক্ষী শেখর দাস। ঘটনাস্থলেই ধনঞ্জয়ের মৃত্যু হয় বলে দাবি তৃণমূল সূত্রের। তলপেটে গুলি লাগা অবস্থায় দেহরক্ষী শেখর চিকিৎসাধীন৷

আরও পড়ুন:  Purulia : ভোটের আগে রক্তাক্ত জঙ্গলমহল, আদ্রায় গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল সভাপতি

সেই ঘটনার তদন্তে জেলা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মৃত নেতার আত্মীয় ও দলীয় কর্মীদের অনেকে। শনিবার রাজ্যপাল কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে৷ সেই আবহে পুরুলিয়ার পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনার তদন্তে সিট গঠিত হল। এছাড়াও সিটে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) চিন্ময় মিত্তল এবং রঘুনাথপুরের এসডিপিও অবিনাশ ভীমরা।

আরও পড়ুন:  Purulia : ভোটের আগে রক্তাক্ত জঙ্গলমহল, আদ্রায় গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল সভাপতি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ