Rashmi Metaliks Jhargram: ঝাড়গ্রামের রেশমী গ্রুপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, মুচিলেকা দিল কারখানা কর্তৃপক্ষ

Rashmi Metaliks Jhargram: ঝাড়গ্রামের রেশমী গ্রুপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, মুচিলেকা দিল কারখানা কর্তৃপক্ষ

রেশমী গ্রুপের(Reshmi Metaliks) আর্যাবর্ত স্পঞ্জ আয়রন কারখানার বর্জ্যে দূষিত হয়ে উঠছে নিত্য ব্যবহার্য চাঁপাখালের জল। এরই বিরুদ্ধে এলাকাবাসীর সম্মিলিত প্রতিবাদে মুখর হয়ে উঠলো ঝাড়গ্রামের(Jhargram) খয়েরবনির আর্যাবর্ত স্পঞ্জ আয়রন কারখানা চত্ত্বর। গ্রামবাসীদের প্রতিবাদ ও বিক্ষোভের সামনে পড়ে গাফিলতি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিসহ মুচিলেকা দিতে বাধ্য হল কারখানা কর্তৃপক্ষ।

ঝাড়গ্রাম জেলার মোহনপুরে অবস্থিত রেশমী গ্রুপের আর্যাবর্ত স্পঞ্জ আয়রন কারখানার পাশ দিয়েই বয়ে গিয়েছে চাঁপাখাল। খালের পার্শ্ববর্তী মোহনপুর, খয়েরবনি, পারুলিয়া, গোবিন্দপুর, বৈতা, জামশোলা, বাঁশদা প্রভৃতি গ্রামের মানুষজন স্নানসহ বিভিন্ন প্রাত্যহিক কাজে, চাষের কাজে, গবাদিপশুর পানীয় হিসেবে এই খালের জল ব্যবহার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কারখানার বর্জ্য জলে ফেলা হচ্ছে। তাঁদের অভিযোগ, এর ফলে দূষিত হচ্ছে খালের জল, কিন্তু প্রশাসন এই দূষণের বিষয়ে উদাসীন। রবিবার এই দূষণের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন স্থানীয় গ্রামবাসীরা।

আরও পড়ুন:  শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের মন্ত্রী বীরবাহা হাঁসদার

রবিবার গ্রামবাসীরা কারখানার ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কারখানার জেনারেল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার প্রমুখ আধিকারিকরা বাধ্য হন দূষণ পরিদর্শন করতে এবং গাফিলতি স্বীকার করে নিতে।

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

গ্রামবাসীদের প্রতিবাদ ও চাপের মুখে তাঁরা আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিসহ মুচিলেকা দিতে বাধ্য হয়েছেন। দূষণ বিষয়ে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

Jhargram : স্পঞ্জ ও সিমেন্ট কারখানার দূষণের বিরুদ্ধে নাগরিক উদ্যোগ, পরিবেশ দিবসে পদযাত্রা

Elephant : হাতির তান্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রামবাসী, ক্ষোভ বাড়ছে এলাকায়

খড়গপুরে হবে সাইকেল হাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ