১৭ মার্চ ঝাড়গ্রাম পুরসভার কাউন্সিলরদের শপথ গ্রহন, হবে চেয়ারম্যান নির্বাচনও

১৭ মার্চ ঝাড়গ্রাম পুরসভার কাউন্সিলরদের শপথ গ্রহন, হবে চেয়ারম্যান নির্বাচনও

রাজ্যে পুরভোট শেষ হয়েছে। বিপুল ভাবে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন পুরসভার পুরবোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। আগামী ১৭ মার্চ ঝাড়গ্রাম পুরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের দিন ঠিক হয়েছে।

জানা গিয়েছে, আগামী ১৭ মার্চ ঝাড়গ্রাম পুরসভার নবনির্বাচিত কাউন্সিলরা শপথ গ্রহন করতে চলেছেন। একই দিনে পুরবোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনও হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

দলীয় সূত্রে খবর, তৃণমূলের সদ্য হওয়া দলীয় সভায় দলনেত্রী মমতা চেয়ারম্যান পুরসভায় চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে যে মাপকাঠি ঠিক করে দিয়েছেন তা বজায় রেখেই বোর্ড গতগন ও পুরপ্রধান নির্বাচন হবে। একই ভাবে পিকে সংস্থা আইপ্যাকের টিম পুরসভা ভিত্তিক নবনির্বাচিত কাউন্সিলরদের তথ্য সংগ্রহ করছে। তার উপরে ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ