চন্দ্রকোনায় ঋণের দায়ে আত্মঘাতী আলু চাষি, এলাকায় চাঞ্চল্য

চন্দ্রকোনায় ঋণের দায়ে আত্মঘাতী আলু চাষি, এলাকায় চাঞ্চল্য

শীত শেষের মুখে নিম্নচাপ ও শিলা বৃষ্টির জেরে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিম মেদিনীপুর জুড়ে। বিভিন্ন ক্ষেত্রে দাবি উঠেছে কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের। তারই মাঝে আলু চাষে ক্ষতিগ্রস্থ হয়ে ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার যদুপুর গ্রামে।

আরও পড়ুন:  Medinipur: নিখোঁজ শিশুর সন্ধানে প্রশিক্ষিত কুকুর ও ড্রোন নামালো পুলিশ

জানা গিয়েছে, চন্দ্রকোনার যদুপুরের আলু চাষি রবীন্দ্রনাথ চক্রবর্তী ব্যাঙ্ক থেকে চাষের জন্য বেশ কয়েক হাজার টাকা লোন নিয়েছিলেন। কিন্তু প্রাকৃতিক সমস্যার কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে চাষ। অন্যদিকে ব্যাঙ্ক থেকে একাধিকবার নোটিশ দিলেও লোন পরিশোধ করতে অপারগ ছিলেন তিনি। ফলে মানসিক অবসাদের শিকার হন। এরই মাঝে মঙ্গলবার রাতে বাড়ি থেকে অল্প দূরে বিষ খান তিনি। স্থানীয়রা বুঝতে পেরে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, ঋণের দায়েই আত্মঘাতী হয়েছেন প্রৌঢ় কৃষক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ