“পুলিশ কামড়ে দেবে না তো কি রসগোল্লা ছুড়বে”, চাকরিপ্রার্থীদের কটাক্ষ অজিত মাইতির

"পুলিশ কামড়ে দেবে না তো কি রসগোল্লা ছুড়বে", চাকরিপ্রার্থীদের কটাক্ষ অজিত মাইতির

আন্দোলনকারী চাকরিপ্রার্থীকে মহিলা পুলিশকর্মীর কামড়কে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যে সেই প্রসঙ্গ তুলেই চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুরে আয়োজিত যুব তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে তিনি বলেন, ” সরকারকে ও পুলিশকে অপদস্ত করার চেষ্টা করছে, পুলিশকে কামড়ে দিচ্ছে। তার বিনিময়ে পুলিশ কামড়ে দেবে না তো কি রসগোল্লা ছুড়বে!”

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত – বললেন অখিল গিরির পুত্র

এইদিন সন্ধ্যায় বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি আগাগোড়াই নিজের বক্তব্যে ছিলেন আক্রমণাত্মক। তিনি বলেন, “চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে আমি বলছি না, সবার চাকরি পাওয়ার অধিকার আছে। প্রতিটি জিনিসের একটা সিস্টেম আছে। নিয়ম মেনে সবাইকে সেই চাকরি পেতে হবে৷ একটা ভুল যদি হয়ে থাকে, যার রায় এখনও আদালত দেয়নি, সেই একই ভুল সরকার পুনরায় করতে পারে না।” তিনি অভিযোগ করেন, “ভুল করানোর জন্য চাপ দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একদল লোক দিনের পর দিন পথ আটকে বসে থাকছে, সরকারকে ও পুলিশকে অপদস্ত করার চেষ্টা করছে, পুলিশকে কামড়ে দিচ্ছে। তার বিনিময়ে পুলিশ কামড়ে দেবে না তো কি রসগোল্লা ছুড়বে!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ