Tuesday, October 3, 2023

Mahalaya 2023 : মহালয়ার সকালে মহিষাসুরমর্দিনী! বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গীতিআলেখ্যের ইতিহাস

প্রকাশিত:

- Advertisement -

মহালয়ার ভোর! আকাশে বাতাসে শিউলি ফুলের সুবাস! তারই মধ্যে বেজে ওঠে “আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির…”। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কন্ঠে আলেখ্য পাঠ। মহিষাসুরমর্দিনী! মহালয়ার সদ্য ঘুম ভাঙা ভোরে এই কন্ঠ আর শারদীয়া যেন সমার্থক। এই পাঠই বাঙালির কাছে বার্তা আনে “পুজো এসে গিয়েছে”! এই মহিষাসুরমর্দিনী বেজে ওঠার পিছনে রয়েছে এক বিস্মৃত ইতিহাস।

তখন দেশে ব্রিটিশ শাসন। ১৯৩১- ৩২ সাল নাগাদ। আকাশবাণী কলকাতা কেন্দ্রের তৎকালীন অধিকর্তা নৃপেন্দ্রনাথ মজুমদারের কাছে বৈদ্যনাথ ভট্টাচার্য, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বেতার জগৎ পত্রিকার সম্পাদক প্রেমাঙ্কুর আতর্থী প্রমুখরা মহালয়ার প্রভাতে একটি আলেখ্য সম্প্রচারের প্রস্তাব দেন। প্রস্তাব গৃহীত হলে শুরু হয় প্রস্তুতি। বাণীকুমার তথা বৈদ্যনাথ ভট্টাচার্য মার্কন্ডেয় পুরাণ থেকে চণ্ডী স্তোত্র নিয়ে রচনা করেছিলেন একটি আলেখ্য, যা ১৯৩২ সালে চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় ‘বসেন্তেশ্বরী’ নামে সম্প্রচার করা হয়। সেই আদি লেখাটিকে বিভিন্ন ভাবে পরিমার্জন ও বাংলায় অনুবাদ করে পন্ডিত অশোক কুমার শাস্ত্রীর সহায়তায় রচিত হল বাংলা ও সংস্কৃত ভাষায় বেতার লিপি। পরের বছর রাইচাঁদ বড়ালের সংগীত পরিচালনায় দুর্গাষষ্ঠীর দিন সম্প্রচারিত হয় এই আদি অনুষ্ঠান। কিন্তু তখনও তা মহিষাসুরমর্দিনী হয়ে ওঠেনি। ‘শারদবন্দনা’, ‘মহিষাসুরবধ’, ‘প্রভাতী অনুষ্ঠান’ এসব নামে প্রচারিত হত। চন্ডীপাঠ করতেন বাণীকুমার।

আরও পড়ুন:  Mahalaya 2023 : মহালয়ায় হবে চক্ষুদান! রাবণের কুলদেবীর শারদীয়ায় অকালবোধন

এরপর বিভিন্ন সময়ে হতে থাকলো লেখনীর পরিমার্জন। একসময় শ্লোক পাঠ করার দায়িত্ব পেলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সংগীত পরিচালনার দায়িত্ব পঙ্কজ মল্লিকের। ১৯৩৬ সাল পর্যন্ত মূল লিপিতে নানান পরিবর্তন করা হল। যুক্ত হল নতুন গান, নতুন শ্লোক, স্তব প্রভৃতির। এলো মাহেন্দ্রক্ষণ। ১৯৩৭ সাল। সম্পূর্ণ বেতারলিপি প্রচারিত হল ‘মহিষাসুরমর্দিনী’ নামে।

সেই শুরু। এরপর থেকে প্রতি বছর সেই অনুষ্ঠান মহালয়ার ভোরে সম্প্রচারিত হতে থাকলো। সমস্ত শিল্পীরা মহালয়ার ভোরে সরাসরি স্টুডিতে এসে সেখান থেকে সম্প্রচার করতেন এই অনুষ্ঠান। এই রীতি বজায় ছিল ১৯৬৬ সাল পর্যন্ত। সেই বছরেই মূল অনুষ্ঠানটি রেকর্ড করা হয়। তারপর থেকে এখন প্রতি বছর মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর আবেগমথিত উদাত্ত কন্ঠে বেজে ওঠে সেই রেকর্ড-
“আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির,
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগামনবার্তা।
আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে….!”

x

Latest articles

Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যআধুনিক সময়ে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎকর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে...

Bankura Rail : ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে আন্দোলনে স্থানীয়রা

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে এলাকাবাসীর আন্দোলন দীর্ঘদিনের। পরবর্তী প্রকল্পটি স্বীকৃতি...

Todays Petrol Diesel Price 3/10/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Jhargram : সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম বার্ষিক অনুষ্ঠান পালন

২০০৮ সালের ২ রা অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জেলার একমাত্র সাহিত্য পরিষদ, সাঁকরাইল সাহিত্য পরিষদ।...

আরও খবর

Horoscope Today: আজকের রাশিফল ২৮/৯/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।...

Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

আজ ৩০শে সেপ্টেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চার জেলায় কেমন আবহাওয়া(Weather) থাকতে পারে আসুন দেখে...

World Cup 2023 warm-up matches: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ নামছে ৬টি দল,ম্যাচ সরাসরি দেখা যাবে

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ আগামী ৫ই অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড...