Friday, September 22, 2023

Horoscope Today: আজকের রাশিফল ২১/৮/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : নতুন কাজের সন্ধান পাওয়ার যোগ প্রবল। এইসময় অতিরিক্ত ব‌্যায়ের জন‌্য সাময়িক অর্থকষ্ট সৃষ্টি হতে পারে। গাড়ি বা ভোগ‌্যপণ‌্য কেনার ক্ষেত্রে সুযোগ এলেও ঋণ প্রয়োজন। সংস্থার শর্ত ভালভাবে বুঝে নেবেন। পরিবারে কারও স্বাস্থ‌্যহানির কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধির আশঙ্কা দেখা যায়।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : জীবনকে সঠিক পথে চালাতে পরিকল্পনামাফিক কাজ এবং কঠোর পরিশ্রম করতে হবে। তবে গ্রহের অবস্থান অনুকূল না থাকায় কোনও সমস্যার কার্যকরী সমাধান বের করতে পারবেন না। তাই পরামর্শ দেওয়া হচ্ছে ধৈর্য্য ধরতে ও মাথা ঠান্ডা রাখতে। বিরত থাকা উচিত কোনও কিছুর প্রত্যাশা করা থেকে৷
মিথুন/ Gemini রাশিফল Rashifal : বহুদিন জমে থাকা কোনও কাজ আবার নতুন ভাবে শুরু হবে। গুরুজনের স্বাস্থ‌্য নিয়ে চিন্তা বাড়বে ও অতিরিক্ত অর্থব‌্যয় হতে পারে। বয়স্কা জাতিকারা বাতজ বেদনায় কষ্ট পেতে পারেন। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে সুনাম বৃদ্ধি হতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : সমস্যা দেখা দিতে পারে বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। দুঃচিন্তায় ফেলতে পারে সন্তানদের বিরুপ আচরণ৷ যা পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করতে পারে৷ বেগ পেতে হতে পারে এই পরিস্থিতির মোকাবিলা করতে। এছাড়া পারিবারিক বিবাদ দেখা দিতে পারে৷ সর্তক থাকতে হবে প্রতিবেশীদের থেকে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : ধীরে ধীরে কর্মে বাধা কেটে যাবে ও কাঙ্ক্ষিত সাফল‌্য পাবেন। স্বনিযুক্তি কর্মের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা এই সময় বিভিন্ন সূত্র থেকে অর্থ উপার্জন করতে পারবেন। বন্ধুর সহায়তায় ব‌্যবসায় উন্নতির যোগ, বিলাসিতায় অতিরিক্ত অর্থ খরচ করলে পরের দিকে আর্থিক অন‌টন সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:  Horoscope Today:আজকের রাশিফল ২৫/৮/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় হতাশা আসতে পারে। সম্মুখীন হতে হবে অপ্রত্যাশিত কিছু জটিল পরিস্থিতির৷ মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়াই সমীচীন৷

তুলা/ Libra রাশিফল Rashifal : পারিবারিক ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা ব‌্যবসায় প্রভূত উন্নতি লাভ করতে পারবে। সংসারে বেহিসাবি খরচ আপনাকে অর্থকষ্টে ফেলে দিতে পারে। সংসারে শান্তির জন‌্য কাছেপিঠে কোথাও ভ্রমণ করে আসতে পারেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : প্রিয়জনের মন জয় করার চেষ্টাই আজকে আপনার প্রধান লক্ষ্য হতে পারে। তবে বাধ সাধবে কোনও অজ্ঞাত কারণ৷ তবে যাই ঘটুক না কেন আনন্দ এনে দিতে পারে সামাজিক অনুষ্ঠান৷ নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হতে পারে৷

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : নিজের স্বাস্থ‌্য ভাল থাকলেও সতর্কতা অবলম্বন করুন। ঘর থেকে কোনও মূল‌্যবান দ্রব‌্য চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। স্ত্রী ব‌্যবহারে সাংসারিক অশান্তি বৃদ্ধি পেলেও সন্তানের কর্মকৃতিত্বে আনন্দ লাভ করবেন।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২২/৮/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : আগ্রহী হবেন পছন্দের কাজগুলি শেষ করতে৷ আর্তদের সাহায্য করতে পেরে আনন্দিত হতে পারেন। এই কারণে পেতে পারেন প্রশংসা৷ সামাজিক কার্যাবলীর জন্য বৃদ্ধি পেতে পারে সম্মান৷

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : চিন্তায় ফেলতে পারে অপ্রত্যাশিত কিছু পরিস্থিতি৷ এর ফলে পেতে পারেন মানসিক আঘাতও। সক্ষম হবেন জেদ এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এই পরিস্থিতি থেকে সত্ত্বর বেরিয়ে আসতে। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করুন। মনে রাখতে হবে যে, সাফল্য অর্জনের ক্ষেত্রে ভাগ্যের ভূমিকা মাত্র এক শতাংশ এবং বাকিটা নিজেকে তৈরি করতে হবে৷

মীন/ Pisces রাশিফল Rashifal : ভারসাম্য বজায় থাকবে কাজ এবং ব্যক্তিগত জীবনে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত হবেন। আর্থিক লাভ নির্ধারিত হবে আপনার আলস্যের উপর। তবে বুঝে খরচ করাটাই শ্রেয়।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Medinipur : চাই পার্কিং নাহলে বাতিল লাইসেন্স! পুজোর মুখে শপিংমল-রেস্টুরেন্টদের হুঁশিয়ারি পুরসভার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য শহর জুড়ে দখলদার মুক্ত রাস্তা ও ফুটপাত অভিযান শুরু করেছে মেদিনীপুর...

Kurmi : কুড়মিদের ঘোষণা ‘রেল রোকো’ স্থগিত, বাতিল হচ্ছে না ট্রেন

কলকাতা হাইকোর্ট 'রেল রোকো' আন্দোলন বেআইনি ঘোষণা করার পরেই আগামী ২০ সেপ্টেম্বর স্থগিত হল...

Medinipur Sourav : স্বপ্ন বুনছে শালবনী! সৌরভকে স্বাগত জানিয়ে আশার আলো

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যদীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষায় কাটিয়েছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur)...