মেষ/ Aries রাশিফল Rashifal : একাধিক সূত্র থেকে আজ ধনাগমের ইঙ্গিত। আপনার জীবনসঙ্গী আজ সব বিষয়ই আপনাকে সাহায্য করবেন। কোনও একটা বিষয়ে সাময়িক ব্যর্থ হলেও উদ্যোগ হারাবেন না। মনে রাখবেন ব্যর্থতা জীবনের অঙ্গ। হোটেল ব্যবসায় লাভের মুখ দেখবেন। আজ কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। প্রেমে সন্দেহ প্রবণতার জন্য সম্পর্কের ক্ষতি। ছাত্র-ছাত্রীর শুভ ফল। কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতি।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : অন্যের সেবা করার জন্যই যেন আপনার জন্ম, আজ এমনটাই মনে হতে পারে। যারা লেখালেখি করেন তারা আজ নতুন কোনো লেখায় হাত দিতে পারেন। মানসিক শক্তি বাড়ান।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : সারাদিন একটা মানসিক উদ্দীপনা বা আনন্দ অনুভব করবেন। ভাই বোনেরা সব বিষয়ে আজ সাহায্য করবে। প্রেমে কিন্তু মতভেদ নির্দেশ করছে তবে আপনি যদি সংযত আচরণ করেন তাহলে প্রেমিক বা প্রেমিকা তার ভুল বুঝতে পারবে। কর্মক্ষেত্রে ব্যবসায় সাফল্য নির্দেশ করছে সামাজিক স্বীকৃতি লাভ। গৃহে আনন্দ অনুষ্ঠান বা সপরিবারে কাছে পিঠে ভ্রমণযোগ। কোনও আত্মীয়ের আচরণ একটু কষ্টদায়ক মনে হতে পারে। ছাত্রীরা লেখাপড়ার বিষয়ে আরেকটু সচেতন হও।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজ আপনার দিনটি বেশ শুভ। আপনার আজ ভালো চাকরির জন্য খোঁজ আসতে পারে। বিয়ের জন্য ভালো জায়গ থেকে খোঁজ আসতে পারে।

জনপ্রিয় খবর:  Daily Horoscope: আজকের রাশিফল ২১/৪/২০২৩

সিংহ/ Leo রাশিফল Rashifal : হঠাৎ করে কেউ কেউ আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারেন। ব্যবসায়িক লেনদেনের সময় চুক্তির শর্তগুলো আরেকবার দেখে নিন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ আপনার জন্য দিনটি খুব একটা ভালো যাবেনা। আজ আপনি পূর্বে কোনো কাজের জন্য অনুশোচনা করবেন। যোগাভ্যাস করুন তাহলে মন ভালো থাকবে।

তুলা/ Libra রাশিফল Rashifal : বিপদগ্রস্ত স্বজনের সাহায্যে এগিয়ে গেলে ভালো করবেন। একইসঙ্গে ধর্মীয় কাজে মন দিলে পরিকল্পনা বাস্তবায়নে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। গৃহিণীদের ক্ষেত্রে বিলাস দ্রব্য কেনাকাটায় আগ্রহী হয়ে উঠতে পারেন। প্রেমিকাদের জন্য দিনটি ভালো হলেও প্রেমিকদের জন্য নয়।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ আপনার জন্য দিনটি বেশ অশুভ। কাছের কোনো বন্ধু আপনাকে মিথ্যে বলে ঠকাবে। সহজেই কাউকে বিশ্বাস করবেননা। মন দিয়ে কাজ করুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কোনও ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা থাকবে। বাড়ির পরিবেশ বেশ আনন্দদায়ক থাকবে। কোনও পুরনো বন্ধুর সাক্ষাৎকার বা ফোনে কথাবার্তা মনকে আনন্দ দেবে। ব্যবসায়ীরা আর্থিক লাভের ইঙ্গিত পাবেন। কিছু আটকে থাকা কাজ আজ হয়ে যেতে পারে। প্রেমে আজ বাধা আছে।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ১৯/৪/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ আপনার দিনটি খুব একটা ভালো হবেনা। আপনি আজ পুরোনো কোনো কাজের জন্য অনুশোচনা করবেন। ভেঙে পড়বেননা, মন শক্ত রাখুন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : বাবা মায়ের সঙ্গে আজ বেশ ভাল সম্পর্ক থাকবে এবং তাঁরাও আপনার প্রতি আজ খুশি থাকবেন। আজ প্রেমিক-প্রেমিকার জন্য সার্বিক আনন্দ অপেক্ষা করে আছে। পার্টনারশিপ ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে আজ মনের মত সাফল্য হবে না। স্বামী-স্ত্রীর মধ্যে প্রচুর কলহ হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি ভালোই।

মীন/ Pisces রাশিফল Rashifal : এমন বন্ধু বা লোকজন এড়িয়ে চলুন যারা কিছু অর্থ ধার চাইবে আর সেই অর্থ ফেরত পেতে আপনার কালঘাম ছুটে যাবে। ব্যবসায়ে শ্রীবৃদ্ধি কিন্তু নজর রাখুন ব্যবসার প্রতিটি বিষয়ের ওপর, কারণ কোনও কর্মচারী কিছু জিনিস সরিয়ে নিতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ খুব ভালো দিন বলা যাচ্ছে না। প্রেমে বেশ কিছু ভুল বোঝাবুঝি ও তর্ক-বিতর্ক হতে পারে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরা আজ পরাস্ত হবে।