Sunday, October 1, 2023

Horoscope Today: আজকের রাশিফল ২৭/৬/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : কর্মস্থলে সাবধান থাকতে হবে। তাড়াহুড়া করতে গিয়ে কাজে কোনো বড় ভুল করতে পারেন। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের উপর নির্ভর করা ঠিক নয়। গোপন শত্রতার শিকার হতে পারেন। আজ অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে অসচেতন হলে চলবে না। আর্থিক বিষয়ে অনৈতিক পন্থা থেকে বিরত থাকুন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : কোনও মহৎ কাজ করে বা বিপদে কাউকে সাহায্য করে যথেষ্ট আনন্দ লাভ। শত্রুরা আজ পরাজিত হবে। যারা এত কাল আপনাকে হিংসা করত বুঝতে পারবে আপনি সত্যিই একজন ভালো মনের মানুষ। কর্মব্যস্ত থাকবেন তবুও বাড়িতে একটু সময় দিন, এতে পরিবারের লোকজন বিশেষত আপনার সন্তান খুব খুশি হবে। সব কথা খুলে বলবেন না এতে কোনও লাভ বা ক্ষতি কিছুই নেই।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ সকল কাজেই ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। প্রবাসী কোনো আত্মীয় কুটম্বর কাছ থেকে অপ্রত্যাশিত আর্থিক সাহায্য লাভের আশা। আজ দূরের যাত্রায় অবশ্যই নিজস্ব পরিবহন ব্যবহার করুন। বাণিজ্যিক পরিবহনে যাত্রা না করাই উত্তম।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আপনার আত্মবিশ্বাস আজ বেশ ভালোই থাকবে আর আত্মবিশ্বাসের দ্বারা বহু কার্য সিদ্ধি হবে। গুরুজন ব্যক্তিদের আশীর্বাদ নিতে ভুলবেন না এতে আপনার লাভই হবে। মোবাইল সাবধানে রাখুন, গোপন তথ্য ফাঁস হয়ে বিপত্তি বা কোনও বন্ধুর সঙ্গে কথোপকথন দেখে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমে আজ হতাশা।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ সাংসারিক ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঝামেলার আশঙ্কা। কোনো আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন। স্থাবর সম্পত্তি ও যানবাহন বিষয়ে কাঙ্খীত ফল লাভের আশা কম। আয় রোজগারের ক্ষেত্রে পরিবারের সাহায্য পাওয়ার আশা। স্থাবর সম্পত্তি বিক্রয়ের কিছু টাকা অপ্রত্যাশিত ভাবে পেতে পারেন।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৪/৬/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : মনের আশা পূরণ হওয়ার দিন আজ। আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে, তার মানে এই নয় না চিন্তা ভাবনা করেই সব সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে আর্থিক বিষয় সতর্ক থাকুন। স্বামী-স্ত্রীর সম্পর্ক সবসময় ভালোবেসে বোঝানোর এটা মাথায় রাখুন, জোর করে কিছু চাপাতে গেলে ভুল বোঝাবুঝিতো হবেই। রাজনৈতিক নেতা বা কর্মকর্তাদের ব্যস্ত দিন। আজ নিজের দলে পজিশন ভালো হবে।

তুলা/ Libra রাশিফল Rashifal : দিনটি শুভ সম্ভাবনাময়। অপ্রত্যাশিত কোনো ঘটনার দ্বারা ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। ব্যাবসায়ীক ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ সুবিধা লাভের আশা। লকডাউনের প্রভাবে কাজে কর্মে একটু ব্যস্ততা বৃদ্ধি পাবে। জমে থাকা হাতের কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : প্রেম জীবন আজ মধুর হবে। তবে সন্ধ্যার পর প্রেমিক-প্রেমিকার অল্প তর্ক-বিতর্ক কোথাও ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে। বাণিজ্যে বসতে লক্ষী, আজ ব্যবসায় লাভ। যারা রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত, আজ বড় অর্ডার পাবেন। যানবাহন আজ আস্তে চালান নতুবা দুর্ঘটনার আশঙ্কা। গাড়ির কাগজপত্র সাবধানে রাখুন। ছাত্র-ছাত্রীর জন্য শুভ দিন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আপনার সন্তানের বিরূপ আচরণ আপনাকে মেজাজ হারাতে বাধ্য করবে। বাচ্চাদের ভালোবাসুন কিন্তু বেশি উদারতায় ক্ষতি। প্রেমে খামখেয়ালি আচরণের জন্য অশান্তি। প্রেম ভেঙে যেতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে হালকা কলহের যোগ। ব্যবসায় মনের মতন লাভ হবে না। কর্মক্ষেত্রে সফলতা নির্দেশ করছে। ছাত্র-ছাত্রীর শুভ ফল। গৃহবধূদের রান্নার ধকল বাড়বে। বাইক চালানোর সময় হেলমেট পরুন নাহলে বিপদ হতে পারে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৫/৬/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : ভালোবাসায় আজ চমক অপেক্ষা করে আছে। যোগ্য ক্ষেত্রে বিয়ের ভালো সম্বন্ধ আসতে পারে। কর্মক্ষেত্রে আজ শুধুই সাফল্য। রাজনৈতিক ক্ষেত্রে বিরোধীদের হারিয়ে আজ আপনার জয়লাভ। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকবে। সন্তানের লেখাপড়ায় গৃহশিক্ষক নিয়ে চিন্তা দূর হবে। সন্তান নিয়ে গর্ববোধ। ঔষধ ব্যবসা, ডাক্তারি, নার্সিংহোমের ব্যবসায় অতিরিক্ত লাভের যোগ।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : শ্বশুরবাড়ি থেকে আসা কোনও দুঃসংবাদ মনকে বিচলিত করবে। টেকনিক্যাল লাইন বা হাতের কাজে সাফল্য নির্দেশ করছে। রাত্রে স্বামী-স্ত্রীর মতভেদ হতে পারে। প্রেম করতে গিয়ে লেখাপড়ায় ক্ষতি। জায়গা-জমির কারবারে কিছু অতিরিক্ত লাভের আশা। ওজন কিছুটা কমেছিল কিন্তু অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেয়ে আবার ওজন বাড়বে। গায়ক ও সিনেমার অভিনেতা অভিনেত্রীদের জন্য শুভ দিন।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজ স্বাস্থ্য অন্যান্য দিনের থেকে একটু ভালোই যাবে। আজ কিন্তু আর্থিক খরচা বা আর্থিক ক্ষতি নির্দেশ করছে। বাচ্চাদের কর্মকাণ্ড আপনাকে আনন্দ দেবে। ঠান্ডা লাগাবেন না। স্বামী-স্ত্রীর মধ্যে একটু মানসিক দূরত্ব থাকবে। প্রেম আজ জমবে না। অবিবাহিতদের হঠাৎ ভালো বিয়ের সম্বন্ধ আসতে পারে। সাংবাদিক, ম্যানেজমেন্ট ও উকিলবাবুদের জন্য শুভ দিন। ছাত্র-ছাত্রীদের আরও মনোযোগী হতে হবে।

x

Latest articles

Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই ভিড় দোকানে, বাজারে। শুরু...

Ludo : লুডো খেলা থেকে অবৈধ সম্পর্ক, অন্তরঙ্গ ছবি ফাঁস করে পুলিশের জালে যুবক

স্মার্ট ফোনের মধ্যে লুডো গেম বর্তমানে সবাই কমবেশি খেলে থাকে। আর এদিকে লুডো গেম...

Virat Anushka : ফের বাবা হবেন বিরাট! অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা

ফের বাবা হতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি! কন্যা সন্তান ভামিকার জন্মের...

Kharagpur Robbery : খড়গপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ১, সব মিলিয়ে ধৃত ৬ দুষ্কৃতি

খড়গপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় পলায়নকারী ডাকাত দলের ৫ জনকে শুক্রবারেই গ্রেপ্তার করেছিল পুলিশ।...

আরও খবর

Chicago Durga Puja : নির্ঘন্ট না মেনেই শিকাগোয় বাঙালিদের দুর্গোৎসব

বাঙালির পায়ের তলায় সর্ষে! বিশ্বের যে প্রান্তেই যাওয়া যায় বাঙালির দেখা ঠিকই মিলবে। আর...

Horoscope Today: আজকের রাশিফল ২৫/৯/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : বেশি উদারতা দেখিয়ে কাছের মানুষদের আপনার সুযোগ নিতে...

Salt Side-Effect : নুন বেশি খেলে হতে পারে একাধিক রোগ, সতর্ক হোন

মাংস পোলাও হোক, অথবা চিলি চিকেন ফ্রায়েড রাইস! যে কোনও ভালো খাবারই নুন ছাড়া...