বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুরুতেই অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি, আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান হবে। এই আর্থিক বছরে বৃদ্ধির হার হতে পারে ৯.২ শতাংশ, সেই গতি অব্যাহত রাখতে ঘোষিত হল ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান। দাম কমতে চলেছে জুতো, হিরের গয়না, মোবাইল ফোন, চার্জার, পোশাক ও চামড়াজাত দ্রব্যের।
- Advertisement -
আগামী তিন বছরে ৪০০ টি নতুন ‘বন্দে-ভারত’ ট্রেন চালু হবে। আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট। শেয়ার বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও আসবে শেয়ার বাজারে। ২০২৩ আর্থিক বছরে ২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২লক্ষ ৭৩ হাজার কোটি টাকার প্রকল্প। অন্যদিকে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ পরিবারকে পরিশুদ্ধ কলের জল পৌঁছে দিতে। উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পে বাড়ি পাবেন ৮০ লক্ষ পরিবার। এবার পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং-এ প্রবেশ করতে চলেছে। দেড় লক্ষ পোস্ট অফিসে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া হবে। থাকবে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএমের সুবিধা।
- Advertisement -
৫জি মোবাইল পরিষেবা চালু হবে ২০২২-২৩ সালের মধ্যে। সেই সঙ্গে ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়া লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে ফসল কেনার জন্য ২ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। চালু হতে চলেছে ডিজিটাল মুদ্রা।
- Advertisement -
করদাতারা ভুল সংশোধন করে ২ বছরের মধ্যে আপডেট রিটার্ন ফাইল করতে পারবেন। কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ। জাতীয় পেনশন প্রকল্পে করছাড় বেড়ে ১৪ শতাংশ। আয়করে ছাড় দেওয়া হবে পেনশনভোগীদের এবং বিশেষভাবে সক্ষম মানুষদের। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর বসছে। ব্যক্তিগত কর কাঠামো অপরিবর্তিত থাকবে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]