Rahul Gandhi : রাহুল গান্ধীর জেলযাত্রা স্থগিত সুপ্রিম কোর্টের আদেশে

Rahul Gandhi : রাহুল গান্ধীর জেলযাত্রা স্থগিত সুপ্রিম কোর্টের আদেশে

সুপ্রিম কোর্টের সৌজন্যে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী পদবি অবমাননা সংক্রান্ত মামলায় সুরাত আদালতের রায়ে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। ফলে জেলযাত্রা থেকে আপাতত রেহাই পেলেন ওয়েনাড়ের বরখাস্ত সাংসদ

রাহুল গান্ধীকে মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজা দেয় গুজরাতে সুরাত দায়রা আদালত। এরপরেই ২৩ শে মার্চ সুরাত জেলা আদালতের রায়ের প্রেক্ষিতে ভারতীয় সংবিধানের ১০২(১)(ই) অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে রাহুল গান্ধীর লোকসভায় সাংসদ পদ বাতিল করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে স্থগিতাদেশের আবেদন করে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল। গত ৭ জুলাই বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছিল। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

শুক্রবার বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের ২ বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ জারি করেছে। সেই সঙ্গে সুরাত আদালতের রায়ের সমালোচনা করেছেন বিচারপতিরা৷ রাহুল গান্ধীকে অপরাধমূলক মানহানির মামলায় দুবছর জেলের সাজা দেওয়ার যুক্তিগ্রাহ্য কারণ সুরাত আদালত দেখাতে পারেনি বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত৷ আইনজ্ঞদের একাংশের মত, শীর্ষ আদালত সুরাত ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করায় রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ