উত্তাল রামপুরহাট! ১০ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার ১১, ওসি ক্লোজড, এসডিপিও অপসারিত

উত্তাল রামপুরহাট! ১০ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার ১১, ওসি ক্লোজড, এসডিপিও অপসারিত

রামপুরহাটকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার বকটুই গ্রামের চায়ের দোকানে বসে থাকা স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরেই উত্তাল হলে ওঠে রামপুরহাটের বকটুই গ্রাম।

ঘটনার পরে এলাকায় বোমাবাজি চলে বলে অভিযোগ। অগ্নিদগ্ধ হয় বেশ কয়েকটি বাড়ি। জানা গিয়েছে অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করেছে দমকল। সোমবার রাতে তিন জনের ঝলসানো মৃতদেহ উদ্ধারের পর মঙ্গলবার সকালে আরও সাত জনের দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন, ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত – বললেন অখিল গিরির পুত্র

ডিজি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, তাতে ঘটনার পিছনে রাজনৈতিক কোনও কারণ নেই। সম্ভবত ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা। তবে খুনের ঘটনার পর স্থানীয়েরা উত্তেজিত হয়ে উঠে বাড়িতে আগুন দিলেন, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখার জন্য সিট তৈরি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ