Sourav Suvendu : সৌরভকে আক্রমণ শুভেন্দুর! “সব ঢপের চপ” কটাক্ষ বিরোধী দলনেতার

Sourav Suvendu : সৌরভকে আক্রমণ শুভেন্দুর! "সব ঢপের চপ" কটাক্ষ বিরোধী দলনেতার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরের (Medinipur) শালবনীতে (Shalboni) প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিনিয়োগইস্পাত কারখানা (Steel Plant) গড়ে তোলার ঘোষণার প্রেক্ষিতে তাঁকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। “সব ঢপের চপ” এবং “শালবনীতে কিছু হবেনা” বলে কটাক্ষ হেনেছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের ২০ কোটি টাকা খরচ করে স্পেনে গেছেন বিদেশী বিনিয়োগ আনতে। তার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কি সম্পর্ক।” তাঁর কটাক্ষ, “এসব ঢপের চপ! অনেক কিছু দেখেছি!” তিনি তীব্র আক্রমণ করে বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় সব সময় বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন। তিনি স্পোর্টস অ্যাকাডেমি করতে অশোক ভট্টাচার্য ও বুদ্ধবাবুকে ম্যানেজ করে জমি নিয়েছিলেন। করেননি। সেই জমিতে বাণিজ্যিক ভাবে ইংরাজি মাধ্যম স্কুল করতে গিয়ে হাইকোর্টে কেস হয়। জমি ফেরত দিতে হয়। দ্বিতীয় বারে নিউ টাউনে জমি নিয়েছেন। তিনি ধান্দাবাজি করে নিজের অর্থ উপার্জন করতে চান।”

আরও পড়ুন:  Medinipur : ফাস্টফুডের দোকানে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ২ জন

শুভেন্দু আরও বলেন, “শালবনীতে আগেও কিছু হয়নি, এখনও কিছু নেই, ভবিষ্যতেও কিছু হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প নীতি আর পশ্চিমবঙ্গের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি তাতে কখনই এই তোলাবাজদের রাজত্বে কিছু হতে পারে না।”

আরও পড়ুন:  Shalboni : শালবনীতে সৌরভ! কি বলছেন দিলীপ ঘোষ?

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ