Medinipur : যাত্রীবাহী বাসে আগুন, মৃত ১, ঘটনাস্থলে মন্ত্রী মানস ভুঁইয়া

Medinipur : যাত্রীবাহী বাসে আগুন, মৃত ১, ঘটনাস্থলে মন্ত্রী মানস ভুঁইয়া

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার মাদপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ আগুনে ভস্মীভূত হল যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। যদিও মৃতের পরিচয় উদ্ধার এখনও সম্ভব হয়নি। একজন মহিলা নিখোঁজ। মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া দেহটি ঐ নিখোঁজ মহিলার। পরিচয় উদ্ধারে ময়নাতদন্তের পর, প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হতে পারে।

শুক্রবার কলকাতা থেকে ওড়িশার বারিপদার উদ্দেশ্যে যাত্রা করে একটি বাস। রাত ৯ টা নাগাদ মাদপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর যাত্রীবাহী বাসটিতে ভয়াবহ আগুন লাগে। বাসের অন্যান্য যাত্রীদেএ জানলা ভেঙে বা বিভিন্ন ভাবে বের করে আনা সম্ভব হলেও একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। খড়গপুর মহকুমা হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু তাঁর দেহ চিহ্নিতকরণ সম্ভব হয়নি। প্র‍য়োজনে ডিএনএ পরীক্ষা করা হতে পারে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

ঘটনার পর থেকে পুষ্পাঞ্জলি দাস নামে বাসের এক মহিলা যাত্রী নিখোঁজ৷ যাত্রীদের দাবি, ঐ মহিলা তাঁর স্বামীসন্তানের সঙ্গে বাসেই ছিলেন। অন্যান্য যাত্রীদের সঙ্গে তাঁর স্বামী ও সন্তান বের হয়ে এলেও ঐ মহিলা বাস থেকে বের হতে পারেননি বলেই দাবি যাত্রীদের। উদ্ধার হওয়া দগ্ধ দেহটি ঐ মহিলার কিনা, পুলিশ সেই বিষয়টি খতিয়ে দেখছে। বাসের আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার পরেই উদ্ধার কার্যের জন্য ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। রাতে ঘটনাস্থলে আসেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। উদ্ধার হওয়া যাত্রীদের প্রশাসনের তরফে ওড়িশায় পাঠানো ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ