রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাত থামছেই না। ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধীজির মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে রাজ্য সরকারকে ফের তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল। বললেন, বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হতে চলেছে।
ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধীজির মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, হিংসা ও গণতান্ত্রিক ব্যবস্থা একসঙ্গে চলতে পারে না। গত বছর নির্বাচনের পর রাজ্যে যে হিংসার দৃশ্য দেখা গিয়েছে তা যেন আর দেখতে না হয়। স্বাধীনতার পর দেশে এরকম ঘটনা আর ঘটেনি বলেও অভিমত তাঁর।
- Advertisement -
রাজ্যপাল ধনখড় বলেন, লোক বলে বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হতে চলেছে। আমাদের সবার কর্তব্য, ভারতের সংবিধান অক্ষুন্ন রাখা। অনেক চেষ্টা করেছি।