Breaking news 13/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 13/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

দেশে ফের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ বুস্টার ডোজ নিতে মানুষের অনীহা এর অন্যতম কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে আপাতত ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন পর্যন্ত এই বিনামূল্যে বুস্টার ডোজের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলবে৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিকে গত দু’সপ্তাহে গোটা বিশ্বে সংক্রমণ বেড়েছে প্রায় ৩০ শতাংশ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস অ্যাডনাম গ্রেবেসিয়াস ৷ তিনি বলেন, নতুন করে সংক্রমণ বাড়ায় বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ তৈরি হচ্ছে ৷ এটা অবশ্যই উদ্বেগের বিষয় ৷ তাছাড়া বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৭/১১/২০২২

ওড়িশার উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ। তার জেরে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। উত্তরবঙ্গে আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক পসলা বৃষ্টি কোথাও কোথাও হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৬/১১/২০২২

কর্মসংস্থান থেকে আমলাতন্ত্র, নানা ইস্যুতে ফের বাংলার সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কর্মসংস্থানে সম্প্রতি অতিরিক্ত পদ সৃষ্টির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, তিন বছর ধরে বিনিয়োগ, চাকরির নতুন সুযোগ নিয়ে অনেক শুনেছি। কাজের কাজ কিছু হয়নি। তিনি আরো বলেন, আমলারা সব প্রশাসনের হাতের পুতুলে পরিণত হয়েছেন। এদিকে রাজ্যপালের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ