Kharagpur IIT : ভুয়ো চাকরি সঙ্গে ঘুষ কান্ড, গ্রেপ্তার নকল চাকরি চক্রের ৪ জন দালাল

Kharagpur IIT : ভুয়ো চাকরি সঙ্গে ঘুষ কান্ড, গ্রেপ্তার নকল চাকরি চক্রের ৪ জন দালাল

এবার ভুয়ো চাকরিঅভিযোগ খড়গপুর আইআইটি-তে। ঘুষ দিয়ে চাকরি প্রার্থীদের খোয়া গেল টাকা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভুয়ো চাকরি চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, খড়গপুরের জনাকয় দালাল খড়গপুর আইআইটি-র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিসার্চ এ মেডিকেল টেকনোলজিস্ট ও সিকিউরিটি গার্ড পদে নিয়োগ হবে বলে ভুয়ো খবর দেয়। সেই সঙ্গে চাকরি করে দেওয়ার জন্য মেডিকেল টেকনোলজিস্ট পদে ৫-লক্ষ টাকা ও সিকিউরিটি গার্ড পদের জন্য ৩ লক্ষ টাকা করে আদায় করে। টাকা দিয়ে নিয়োগপত্রও হাতে পান আলিপুরদুয়ারের তিন জন অভিজ্ঞ মালদহের একজন চাকরি প্রার্থী।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

কিন্তু খড়গপুর এসে নিয়োগ পত্রের সই দেখে তাঁদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশের দ্বারস্থ হন। খড়গপুর টাউন থানার পুলিশ খড়গপুরের একটি হোটেল থেকে ১০ জনকে আটক করে। পরে ভুয়ো চাকরির দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ