Breaking news 6/6/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 6/6/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

উত্তরবঙ্গেই আটকে থাকছে বর্ষা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। আগামী তিন-চার দিন আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।

বর্তমানে রাজ্যপালই রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। কিন্তু সম্প্রতি সেই পুরনো নিয়ম বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাব সুপারিশ করেছিল মন্ত্রিসভার একটি কমিটি। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকবেন মুখ্যমন্ত্রীই। শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পরিদর্শক হবেন শিক্ষামন্ত্রী। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। সেই অধিবেশনে এই বিলটি আনা হবে বলে সূত্রের খবর। বিল পাশ হলে তা রাজ্যপালের কাছে পাঠানো হবে সইয়ের জন্য।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

বলিউডের গায়ক কেকে-র মৃত্যু মামলার তদন্তের ভার সিবিআই-কে দেওয়া হোক। কলকাতা হাইকোর্টে এমনই আর্জি জানালেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। এমনকী তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি পর্যন্ত চেয়েছেন আদালতের কাছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তাতে সম্মতি দিয়েছেন। গত ৩১ মে মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের পর আচমকাই প্রয়াত হন বলিউডের গায়ক কেকে। মাত্র ৫৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৩/১১/২০২২

সম্পূর্ণ ক্রান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য পেশের সময় লালু প্রসাদ যাদব বলেন, বিজেপি যে ভাবে কাজ করছে, তাতে দেশ ক্রমশ গৃহযুদ্ধের দিকে। এগিয়ে যাচ্ছে দেশের মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের একসঙ্গে থেকে লড়তে হবে এবং আমরাই জিতব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ