Panchayet Election : খারিজ বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্ত, রায় ডিভিশন বেঞ্চের

images 2023 06 19t164414.129

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে নথি বিকৃতির অভিযোগের প্রেক্ষিতে বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের আদেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সোমবার সেই নির্দেশ খারিজ করে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত উল্লেখ্য, উলুবেড়িয়া-২ ব্লকের কাশ্মীরা বিবি ও ওমজা বিবি, প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন। বিডিও-র বিরুদ্ধে মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ এনে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের বক্তব্য ছিল, নথি বিকৃত করায় স্ক্রুটিনি থেকে প্রার্থী হিসেবে তাঁদের নাম বাদ গিয়েছে। সেই মামলায় গত সপ্তাহের বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। ঐদিন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ জারি করেছিল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:  Panchayet Election : সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ বামেদের

সোমবার এই মামলার রায় ঘোষণা করা হয়। ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের রায় বাতিল করে জানায়, মামলাটি সিবিআইকে দিয়ে তদন্ত করনোর প্রয়োজনীয়তা এখনই নেই। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে এই মামলার তদন্ত করবে রাজ্য পুলিশ। রাজ্য সমস্ত রকম সাহায্য করবে। আগামী ৩ সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট একক বেঞ্চে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ