Panchayet Election : সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ বামেদের

img 20230621 wa0007

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর, বুধবার কলকাতা হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্য নির্বাচন কমিশনের। প্রধান বিচারপতির ভৎসনার মুখে পড়েছেন নির্বাচন কমিশন তথা নির্বাচন কমিশনার রাজীব সিনহা। দায়িত্ব সামলাতে না পারলে পদ থেকে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে কড়া ভাষায়। অন্যদিকে উলুবেড়িয়া ২ ব্লকের বিডিও-র বিরুদ্ধে উঠেছে মনোনয়ন পত্র ও নথি বিকৃতির অভিযোগ। বিচারপতি অমৃতা সিনহা বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের আদেশ দিয়েছেন।

আরও পড়ুন:  Panchayet Election : পুলিশ ও তৃণমূলের সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের চাপ, অভিযোগ ঘিরে ধ্বস্তাধস্তি পুলিশের সঙ্গে

অন্যদিকে বিরোধীদের তরফে রাজ্য নির্বাচন কমিশনার, সরকারি আধিকারিক ও পুলিশের বিরুদ্ধে বারংবার উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। তারই প্রতিবাদে এইদিন রাজ্যের বিভিন্ন এলাকা সহ পশ্চিম মেদিনীপুর জেলার সবং, পিংলা, চন্দ্রকোণা, ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশন, তৃণমূল কংগ্রেস ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় বামেদের তরফে৷ সিপিআইএম খড়গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে খড়গপুর শহরের প্রেমবাজারে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করা হয়। পাশাপাশি রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন:  Panchayet Election : মনোনয়ন পেশে বাধা পেলে পুলিশি সাহায্য ও নিরাপত্তার নির্দেশ আদালতের

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ