BRAKING NEWS

Panchayet Election : পঞ্চায়েত ভোটে এখন হস্তক্ষেপ নয়, শুভেন্দুর আর্জি খারিজ হাইকোর্টের

পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ হয়ে গেল। ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত।

রাজ্যে ওবিসি সম্প্রদায়ের গণনা সংক্রান্ত বিষয়ে ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না৷ তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করানোর বিষয়ে শুভেন্দু আলাদা মামলা করতে পারেন।

Leave a Reply