Election : ভোট-হিংসায় ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশিকা নবান্নের, তলব রিপোর্ট

Election : ভোট-হিংসায় ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশিকা নবান্নের, তলব রিপোর্ট

রাজ্যপঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। কিন্তু ভোট ঘোষণার পর থেকে নির্বাচনী প্রক্রিয়া ও ভোট গণনা পর্যন্ত একের পর এক হিংসার ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জেলায়। হাইকোর্টে হয়েছে মামলা। রাজ্যের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে ভোট-হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশিকা দিল নবান্ন। সেই সঙ্গে এই বিষয়ে রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  Panchayat Election : ভোটের দিনে উত্তপ্ত রাজ্য, গুলি-খুন-ব্যালটে আগুনের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই

বৃহস্পতিবার জেলাশাসকদের নির্দেশিকা পাঠিয়ে ভোটের হিংসা সংক্রান্ত ও গৃহীত ব্যবস্থা সম্পর্কিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সেই সঙ্গে হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

আরও পড়ুন:  Nandigram Result : শুভেন্দুর তালুকে ঘাসফুলের টক্কর, নন্দীগ্রাম ১ ব্লকে বিজেপি-তৃণমূল সমানসমান

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ