- Advertisement -
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা চলছে। গ্রাম পঞ্চায়েতের সিংহভাগ আসনেই এগিয়ে তৃণমূল। যতই বেলা গড়াচ্ছে তৃণমূলের জয় ও এগিয়ে থাকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামেও বিজেপিকে টক্কর শাসক দলের।
শেষ পাওয়া খবরে, নন্দীগ্রাম ১ ব্লকের সামসাবাদ, দাউদপুর, মহম্মদপুর, কেন্দ্যামারী, কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে নন্দীগ্রাম, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, সোনাচূড়ায় জয়ী বিজেপি। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১, বয়াল ২ এবং খোদামবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছে।