Panchayat Election : ভোটের দিনে উত্তপ্ত রাজ্য, গুলি-খুন-ব্যালটে আগুনের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই

Panchayat Election : ভোটের দিনে উত্তপ্ত রাজ্য, গুলি-খুন-ব্যালটে আগুনের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই

রাজ্যপঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই একাধিক জায়গায় উত্তেজনা। উঠেছে গুলি চালনা, খুন, বুথ জ্যাম, বুথে আগুন এমনকি ব্যালট পেপারে আগুন দেওয়ার অভিযোগও।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই রক্তপাত, সংঘর্ষ, বোমাবাজি, প্রাণহানির ঘটনা ঘটেছে রাজ্যে। নির্বাচনের দিনও তার ব্যতিক্রম হচ্ছে না। কোচবিহারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বিজেপির এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে। সিতাইয়ে বুথে আগুন লাগিয়ে ব্যালট পেপার পোড়ানোর অভিযোগ উঠেছে। সিতাই বিধানসভার এক নম্বর ব্লকের ৬/১৩০ বড়ভিট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে সারারাত তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চকমরিচায় দুই আইএসএফ কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। মালদহের মানিকচকে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

আরও পড়ুন:  Panchayet Election : প্রতি বুথে কি থাকছে না কেন্দ্রীয় বাহিনী! ‘প্রাণনাশের আশঙ্কা’য় চিঠি কেন্দ্রে

উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা দু’নম্বর ব্লকের রেজিনগর থানার নাজিরপুরে ইয়াসিন শেখ নামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বাম ও কংগ্রেসের বিরুদ্ধে। একাধিক জায়গায় সংঘর্ষের খবর এসেছে। রানিনগরের হূর্সি অঞ্চলে একজন সিপিএম সমর্থক, ডোমকলে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে। খড়গ্রামে শাহাবুদ্দিন শেখ নামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। রানিনগরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে দুই দলের বহু কর্মী জখম হয়েছেন বলে খবর।

আরও পড়ুন:  ঝাড়গ্রামে ক্যান্সার আক্রান্ত বিজেপি প্রার্থীকে নিয়ে বড়সড় সিধান্ত কলকাতা হাইকোর্টের

আজ রাজ্যের মোট ২২টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ও ২০টি জেলায় জেলা পরিষদের ভোট গ্রহণ। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালতের নির্দেশ থাকলেও বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নেই বলে অভিযোগ এসেছে৷ পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মোহাড়ে বুথ জ্যাম করে বিরোধীদের এজেন্ট এবং প্রার্থীকে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। নদিয়ার আড়ংঘাটা খোশলপুরে ১২১ নম্বর বুথে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে নির্বাচনের দিন সকাল থেকে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জায়গা।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ