Panchayet Election : ২৭৩ জন পর্যবেক্ষক নিয়োগ রাজ্য নির্বাচন কমিশনের

Panchayet Election : ২৭৩ জন পর্যবেক্ষক নিয়োগ রাজ্য নির্বাচন কমিশনের

রাজ্যে ঘোষিত হয়েছে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট। আসন্ন পঞ্চায়েত ভোট পরিচালনায় মোট ২৭৩ জন পর্যবেক্ষক নিয়োগ করা হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। এই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত আধিকারিকদের। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্দেশিত ব্লকে দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষকরা ভোট পরিচালনা করবেন। গণনাপর্ব শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থাকবে তাঁদের।

আরও পড়ুন:  Keshiyari Panchayet : ৫ বছরেও হল না পঞ্চায়েতের বোর্ড গঠন, ‘উন্নয়ন হয়েছে’, দাবি তৃণমূল নেত্রী কল্পনা শীটের

নির্বাচন কমিশনের তরফে সোমবার রাজ্য সরকারের ২৭৩ জন আধিকারিককে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাঁদের প্রশিক্ষণপর্ব। সেই সঙ্গে ১৬ জন আধিকারিককে ‘রিজার্ভ’ পর্যবেক্ষক হিসাবে রাখা হয়েছে। আপদকালীন পরিস্থিতিতে বা কোনো পর্যবেক্ষক অসুস্থ হলে তাঁর স্থানে রিজার্ভ পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ