- Advertisement -
কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় গুপ্তের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব করলো। আগামী ২৭ জুনের মধ্যে তা জমা দিতে হবে৷
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি, এই অভিযোগে কমিশনের বিরুদ্ধে পৃথক ভাবে আদালত অবমাননার মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরি ওরফে ডালু। অভিযোগ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি নিয়ন্ত্রণের জন্য গত ১৩ এবং ১৫ জুন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, নির্বাচন কমিশন তা পালন করেনি। সেই বিষয়েই রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৮ জুন এই মামলার পরবর্তী শুনানি।