Panchayet Election : বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Panchayet Election : বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে নথি বিকৃতির অভিযোগের প্রেক্ষিতে বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এখনই পদক্ষেপ গ্রহণ করতে পারবে না সিবিআই।

প্রসঙ্গত উল্লেখ্য, উলুবেড়িয়া-২ ব্লকের কাশ্মীরা বিবি ও ওমজা বিবি, প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন। বিডিও-র বিরুদ্ধে মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ এনে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের বক্তব্য, নথি বিকৃত করায় স্ক্রুটিনি থেকে প্রার্থী হিসেবে তাঁদের নাম বাদ গিয়েছে। সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। সোমবার দুপুরে এই মামলার রায় ঘোষণা করা হবে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ