BRAKING NEWS

Recruitment Scam : ‘পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক, শান্তনু ছাত্র’, দাবি ইডি আইনজীবীর

নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতে তাৎপর্যপূর্ণ দাবি করলেন ইডির আইনজীবী। নিয়োগ দুর্নীতিতে ‘পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক ও শান্তনুকে ছাত্র’ বলে উল্লেখ করলেন তিনি।

শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। শুনানিতে ইডি আইনজীবী দাবি করেন, ‘দুর্নীতির ষড়যন্ত্রের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক। শান্তনু ছাত্র। পার্থ পথ দেখিয়েছেন। আর এরা অনুসরণ করেছে।’ ইডি আদালতে আরও জানিয়েছে, অয়ন শীলের গ্রেপ্তারের পর স্কুল নিয়োগ ছাড়া অন্য ক্ষেত্রেও দুর্নীতির সন্ধান মিলেছে। এই সন্ধানকে ‘সোনার খনি’র সঙ্গে তুলনা করেন ইডি আইনজীবী।

ইডির আরও দাবি, প্রার্থীদের কাছ থেকে পাওয়া টাকা ভুয়ো সংস্থায় বিনিয়োগ করা হয়েছে। সংস্থায় ডিরেক্টর নিয়োগও হয়েছে ভুয়ো এবং ভুয়ো সংস্থার মাধ্যমে সম্পত্তি কেনাবেচা করা হয়েছে। তদন্ত প্রসঙ্গে ইডি আইনজীবী জানিয়েছেন, ‘বসন্তে আছি। ধৈর্য্য ধরুন রামধনুর দেরি নেই!’

Leave a Reply