Civic Volunteers : দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের নয়, নির্দেশিকা জারি রাজ্য পুলিশের

Civic Volunteers : দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের নয়, নির্দেশিকা জারি রাজ্য পুলিশের

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কার্যক্রম নিয়ে কড়া নির্দেশ জারি করলো রাজ্য পুলিশ। শুক্রবার সার্কুলার জারি করে রাজ্য পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা জনিত কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া যাবে না। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের কাজ নিয়েও গাইডলাইন জারি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সিভিক ভলেন্টিয়ারদের কাজ, কাজের পরিধি ও ক্ষমতার অপব্যবহার এবং কাজের এক্তিয়ার নিয়ে বহু প্রশ্ন উঠেছে৷ বাঁকুড়া জেলা পুলিশের তরফে প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্তরের পড়ুয়াদের বিশেষ ক্লাস সিভিক ভলেন্টিয়াররা নেওয়ার বিষয় প্রকাশিত হতেই রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়৷ সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা ও কাজের পরিধি নিয়ে প্রশ্ন ওঠে৷ এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের কাজের গাইডলাইন নির্দিষ্ট করলো রাজ্য পুলিশ।

আরও পড়ুন:  Jitendra Tiwari : জীতেন্দ্রকে ‘অপহরণের’ অভিযোগ বঙ্গ-পুলিশের বিরুদ্ধে, হলফনামা তলব সুপ্রিম কোর্টের

শুক্রবার সার্কুলার জারি করে রাজ্য পুলিশ জানিয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়ার, ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে ও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের সাহায্যকারীর ভূমিকা পালন করবেন তাঁরা। কিন্তু আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ