বিকেলে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, রদবদলে আসতে পারে নতুন মুখ

বিকেলে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, রদবদলে আসতে পারে নতুন মুখ

বিভিন্ন দুর্নীতির তদন্তে সিবিআই। কোর্টের নির্দেশে ডাক পড়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীর। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ ভাবে পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার বৈঠক হতে চলেছে বৃহস্পতিবার বিকেলে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় বসতে চলেছে পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার বৈঠক। বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনকি উঠে আসতে পারে বেশ কিছু নতুন মুখ। একদিকে এসএসসি দুর্নীতি নিয়ে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বারংবার তাঁকে জেরার জন্য তলব করেছে সিবিআই। প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল সংবাদমাধ্যমে মুখ খুলেছেন এসএসসি দুর্নীতি নিয়ে। সরাসরি চাপ দেওয়ার অভিযোগ এনেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটের আগে বিদ্যুৎ বিল নিয়ে বড় সিদ্ধান্ত, লাভ হবে আম আদমির?

অন্যদিকে অনৈতিক ভাবে চাকরি পাওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যাকে। এতদিন ধরে পাওয়া মাইনের টাকাও ফেরত দিতে বলা হয়েছে। পরেশ অধিকারীকে বারবার তলব করে জেরা করছে সিবিআই। এই পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। দুর্নীতি প্রসঙ্গে বিরোধীদের আক্রমনের মুখে মন্ত্রিসভার সদস্যরা। এমতবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া কোনো বার্তা দিয়ে পদক্ষেপ নেন কিনা সেই বিষয়েও নজর থাকবে রাজ্যবাসীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ