তৃণমূলে জয়প্রকাশ মজুমদার, লকেটের বিজেপি ত্যাগের সম্ভাবনা নিয়ে জল্পনা

তৃণমূলে জয়প্রকাশ মজুমদার, লকেটের বিজেপি ত্যাগের সম্ভাবনা নিয়ে জল্পনা

অবশেষে তৃণমূলে যোগদান করলেন বিজেপি থেকে সাময়িক বহিঃষ্কৃত জয়প্রকাশ মজুমদার। তাঁর তৃণমূলে যোগদানে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল সৃষ্টি হয়েছে। এমনকি আরও একাধিক বিক্ষুব্ধ বিজেপি নেতার তৃণমূলে যোগদান নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বিজেপির দীর্ঘদিনের নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিঃষ্কৃত হন। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফিরহাদ হাকিমের হাত থেকে জোড়া ফুল পতাকা নেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে জয়প্রকাশকে তৃণমূলের রাজ্য সহ সভাপতি পদে অভিষিক্ত করা হয়েছে।

আরও পড়ুন:  মমতার আমলে তৃণমূলের অত্যাচার নিয়ে বই প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী

অন্যদিকে জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগদানের পরেই অন্যান্য বিক্ষুব্ধ বিজেপি নেতাদের তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এমনকি নাম উঠেছে লকেট চট্টোপাধ্যায়েরও। সাম্প্রতিক সময়ে বিজেপি সাংসদ একাধিক বার দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন। বর্তমান রাজ্য সভাপতি ও রাজ্য কমিটি নিয়েও তাঁর ক্ষোভের বিষয়েও তিনি দলীয় বৈঠকে ক্ষোভ জানিয়েছেন বলে রাজনৈতিক সূত্রের খবর। ঘটনাচক্রে সোমবার বিজেপির দুই ‘বিক্ষুব্ধ’ জয়প্রকাশ এবং রীতেশ তিওয়ারির সঙ্গে বৈঠক করেছেন লকেট। তারপরেই জয়প্রকাশের তৃণমূল যোগে জল্পনা ছড়িয়েছে। যদিও লকেট সম্ভাবনা উড়িয়ে দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা সকলেই ওঁকে দল ছেড়ে যেতে বারণ করেছিলাম। বুঝিয়েওছিলাম। কিন্তু উনি সেটা শোনেননি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ