Primary Scam : শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Primary Scam : শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

২০১২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিঅভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১০ দিনের মধ্যে হাইকোর্টের লিগ্যাল ও সার্ভিস সেলে জরিমানার টাকা জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

পূর্ব মেদিনীপুর জেলায় ২০১২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন প্রার্থী। ২০১৬ সালে রাজ্য শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তদন্তের নির্দেশ দেয় আদালত। কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকরী না হওয়ায় ফের মামলা দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

এছাড়া শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুর্নীতিতে তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কাছ থেকে জরিমানার ৫০ হাজার টাকা আদায়ের নির্দেশও দিয়েছে আদালত।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ