Suvendu Adhikari : ‘ব্যালট বাক্স জলে ফেলায় শুভেন্দুর প্ররোচনা’! শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর

Suvendu Adhikari : 'ব্যালট বাক্স জলে ফেলায় শুভেন্দুর প্ররোচনা'! শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যালট বাক্স জলে ফেলা নিয়ে প্ররোচনার অভিযোগ এনে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানায় এফআইআর দায়ের করা হল। পঞ্চায়েত ভোটের দিন মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল।

কলকাতা হাইকোর্টের রিট পিটিশনের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানায় শুভেন্দু অধিকারীর নামে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২০৯, ১২০বি, ১৫৩, ১৫৩এ, ১৭১এফ, ১৭১জি, ৩৫৩, ৫০৫(১) এবং ৫০৫(২) ধারায় মামলা রুজু হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:  Medinipur : শহরবাসীর জন্য সুখবর, তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে আন্ডারপাসের ঘোষণা দিলীপের

কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গেলে অভিযোগ আগে খতিয়ে দেখতে হবে এবং তাঁকে শুধুমাত্র হেনস্থা করার জন্য এফআইআর দায়ের করা যাবে না। অভিযোগের সারবত্তা থাকলে তবেই অভিযোগ দায়ের করা যাবে। সেই সঙ্গে কোনও মামলায় তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে আদালতে আবেদন করতে হবে।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ