মন্ত্রীর নির্দেশে মা ও স্ত্রী ডিরেক্টর, জানালেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক

মন্ত্রীর নির্দেশে মা ও স্ত্রী ডিরেক্টর, জানালেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক

যা হয়েছে মন্ত্রীর নির্দেশে! মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই তাঁর মা ও স্ত্রী মন্ত্রীর সংস্থার ডিরেক্টর হয়েছিলেন বলে সংবাদমাধ্যমকে জানালেন মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস।

রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানা যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের স্ত্রী ও মা ডিরেক্টর হয়েছিলেন হনুমান রিয়েলকর্ন প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড নামের দু’টি সংস্থায়। অভিযোগ, সংস্থা দুটি আদতে মন্ত্রীর।

আরও পড়ুন:  Medinipur : মমতা-জ্যোতিপ্রিয়ের মুখোশ পড়ে মিছিল, আটক বিজেপি কর্মী

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক ছিলেন অভিজিৎ। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেই সময়ে মন্ত্রীর অনুরোধে তাঁর স্ত্রী ও মা সংস্থা দুটির ডিরেক্টর হয়েছিলেন। পরে তিনি আপ্ত সহায়কের দায়িত্ব ছাড়ার পর তাঁর মা এবং স্ত্রী-ও সংস্থাগুলি থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু সে সময় তাঁদের পদত্যাগ করতে দেওয়া হচ্ছিল না বলে দাবি অভিজিতের। তিনি আরও জানান, একপ্রকার জোর করে সংস্থা ছাড়েন তাঁরা। সমস্ত বিষয় তিনি ইডিকে জানিয়েছেন বলেও দাবি অভিজিতের।

আরও পড়ুন:  Abhishek vs Naushad : লোকসভায় অভিষেক বনাম নওশাদ! অভিষেককে প্রাক্তন এমপি করার বার্তা নওশাদের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ