Justice Abhijit Gangopadhyay : সুপ্রিম কোর্টের মন্তব্যের জের! বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে একাধিক টুইট কুণাল ঘোষের

Justice Abhijit Gangopadhyay : সুপ্রিম কোর্টের মন্তব্যের জের! বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে একাধিক টুইট কুণাল ঘোষের

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মন্তব্য ও হলফনামা তলবের পরেই একের পর এক টুইটে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।


বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রসঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সংবাদমাধ্যমে বিচারাধীন বিষয় নিয়ে বিচারক সাক্ষাৎকার দিতে পারেন না। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে বিচারক ঐ মামলায় অংশগ্রহণ করতে পারেন না। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে সাক্ষাৎকার নিয়ে হলফনামা তলব করেছেন। তা নিয়েই একের পর এক টুইট কুণালের।


একটি টুইটে কুণাল ঘোষ লেখেন, “বিচারপতি গাঙ্গুলি কি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন? দিয়ে থাকলে তিনি রাজনৈতিক নেতাদের মত আচরণ করেছেন। বলল সুপ্রিম কোর্ট। রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। এর সঙ্গে আরও কড়া মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। এই কথাই তো সবিনয়ে বলে আসছিলাম এতদিন।” তিনি অপর এক টুইটে লেখেন, “সুপ্রিম কোর্টের আজকের বক্তব্যের পর বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের উচিত বিচারব্যবস্থা থেকে বেরিয়ে সরাসরি রাজনীতি করা। বিচার চালানোর কোনো নৈতিক অধিকার তাঁর নেই।”

আরও পড়ুন:  Abhishek CBI : অভিষেককে ফের চিঠি সিবিআইয়ের, হাজিরা আপাতত স্থগিত

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ