Kunal Ghosh: “উডবার্ন ওয়ার্ড অসুস্থদের চিকিৎসাস্থল নয়, কয়েদিদের আশ্রয়স্থল”, বিস্ফোরক কুণাল ঘোষ

Kunal Ghosh: "উডবার্ন ওয়ার্ড অসুস্থদের চিকিৎসাস্থল নয়, কয়েদিদের আশ্রয়স্থল", বিস্ফোরক কুণাল ঘোষ

তৃণমূলের অস্বস্তি বৃদ্ধি করে ফের বিস্ফোরক কুণাল ঘোষ। সোমবার তিনি বলেন, “এখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড অসুস্থদের চিকিৎসাস্থল নয়, ওটা কয়েদিদের আশ্রয়স্থল।” মন্তব্যকে কেন্দ্র করে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে।

পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা মামলায় সোমবার আদালতে হাজিরা দেন কুণাল ঘোষ। সেখানেই সাংবাদিকদের সামনে আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেলেন তিনি। অভিযোগ করেন, “আইকোর মডেলকে যিনি তুলে ধরেছিলেন, তিনি আজ মন্ত্রী। তিনিই তখন আমাকে পাগল বলেছিলেন। তিনি এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত।” সেই সঙ্গে তাঁর অভিযোগ, “এখন তো অনেক প্রভাবশালীর চিকিৎসা হচ্ছে উডবার্ন ওয়ার্ডে। কিন্তু জেলে থাকা অবস্থায় আমার দাঁতের যন্ত্রণার চিকিৎসা হয়নি। এখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড অসুস্থদের চিকিৎসাস্থল নয়, ওটা কয়েদিদের আশ্রয়স্থল।”

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

প্রকাশ্যে দলের কোনো নেতার নাম কুণাল ঘোষ করেননি। কিন্তু সিবিআই তলবের পরেই অসুস্থ হয়ে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড-এ চিকিৎসাধীন। ফলে রাজনৈতিক মহলের অভিমত সেই দিকেই ইঙ্গিত করেছেন তৃণমূল মুখপাত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ