মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই রাজ্যের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ১৭ এপ্রিল সোমবার থেকে শনিবার পর্যন্ত ঘোষিত হল ছুটি। বিকাশ ভবনের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নয়।

রাজ্যে জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। সেই পরিস্থিতিতে আগামী এক সপ্তাহ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই বিকাশ ভবনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে রাজ্যের সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী সোমবার থেকে শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি থাকবে শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও। তবে পড়ুয়াদের পঠনপাঠনে কোনো সমস্যা যাতে না হয় এজন্য স্কুল খোলার পরে শিক্ষক, অশিক্ষক কর্মীদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর:  School Holiday : ৭ দিন স্কুল-কলেজ ছুটি, সোম থেকে শনি গরমের জন্য ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর