“শাহজাহান অন্যায় করেছে!” মুখ খুললেন ফিরহাদ হাকিম

img 20240127 wa0003

গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনায় এতদিন চুপ থাকার পর মুখ খুললো তৃণমূল শীর্ষনেতৃত্ব। শাহজাহানের কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। শনিবার সিরিটি শ্মশানে একটি কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রশ্নের জবাবে বলেন, ‘‘শাহজাহান যা করেছে অন্যায় করেছে। আমি গণমাধ্যমে দেখেছি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। যেটা করেছে, নিশ্চিত করে বলছি, অন্যায় করেছে!’’

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 26/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

২৩ দিন আগের ঘটনা। রেশন দুর্নীতি কান্ডে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। সেখানে শাহজাহানের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন প্রায় ৮০০ থেকে ১০০০ জন। তাঁদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। মাথা ফাটে আধিকারিকের। গাড়িতে ভাঙচুর চালানো হয়। ইডির তিন আধিকারিককে হাসপাতালে ভর্তি করাতে হয়। তাঁদের মধ্যে এক জনের আঘাত ছিল গুরুতর। তারপর থেকেই নিখোঁজ দাপুটে তৃণমূল নেতা শাহজাহান।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 25/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

ঘটনার ২০ দিন পরে ফের শাহজাহানের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। ২৯ জানুয়ারির মধ্যে শাহজাহানকে ইডির সম্মুখীন হওয়ার সময়সীমাও দেওয়া হয়েছে ইডির তরফে। যদিও ঘটনা নিয়ে কুণাল ঘোষ “অনভিপ্রেত” বলে মন্তব্য করলেও সেভাবে তৃণমূলের কোনও শীর্ষ নেতৃত্ব মুখ খোলেননি। সেই পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিমের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ