শনিবার টুইটারে ক্ষমতা প্রয়োগের অধিকার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
- Advertisement -
বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশন ও শীতকালীন অধিবেশন হয়েছে। ১৭ নভেম্বর শীতকালীন অধিবেশনের শেষ দিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন। কিন্তু সমাপ্তি ঘোষণার জন্য পরিষদীয় দফতরের তরফে আর রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়নি। ফলে সংসদীয় নিয়ম অনুযায়ী অধিবেশনের সমাপ্তি ঘোষণা হয়নি।
- Advertisement -
মনে করা হয়েছিল সাম্প্রতিক অতীতে রাজ্য ও রাজ্যপালের সংঘাতের কারনেই পরিষদীয় দফতর অধিবেশন শেষের ফাইল রাজভবনে পাঠায়নি। পরে ১০ ফেব্রুয়ারি সেই ফাইল রাজভবনে পাঠানো হয়। তারপরেই নাটকীয় ভাবে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করলেন রাজ্যপাল। টুইটারে বিজ্ঞপ্তি দিয়ে জানালেন, “আমার উপর ন্যস্ত অধিকার বলে সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২ নম্বর ক্লজের সাব-ক্লজ ‘এ’ প্রয়োগ করে আমি, জগদীপ ধনখড়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল পশ্চিমবঙ্গের বিধানসভার পরিষদীয় অধিবেশনের সমাপ্তি ১২ ফেব্রুয়ারি, ২০২২ ঘোষণা করলাম।”