Debra: পঞ্চায়েতের তরফে আদিবাসীদের ধামসা মাদল, সঙ্গে “চোখের আলো” প্রকল্পে চক্ষু পরীক্ষা শিবিরে

পঞ্চায়েত ভোটের প্রস্তুতির আবহে ডেবরা পঞ্চায়েত সমিতির তরফে ৬ টি আদিবাসী দলের হাতে তুলে দেওয়া হল ধামসা মাদল। সেই সঙ্গে জালমিন্ডা অঞ্চলে রাজ্য সরকারের “চোখের আলো” প্রকল্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা হল প্রায় ১ হাজার তফসিলি জাতি উপজাতির মানুষের।

আদিবাসী সমাজের পুরাতন সংস্কৃতিকে বজায় রাখতে কর্মসূচি নেওয়া হয়েছে ডেবরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। বুধবার ৬ টি আদিবাসী দলের হাতে তুলে দেওয়া হয় ধামসা মাদল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিঞ্জিনী সেনগুপ্ত, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কনিকা মাণ্ডি,পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়া, সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য প্রমুখরা।

আরও পড়ুন:  Medinipur: দু’দশক আগের কংগ্রেস কর্মী খুনের ঘটনায় সিপিএম নেতার যাবজ্জীবন

অন্যদিকে ডেবরা ব্লকের ৬নং জালমিন্ডা অঞ্চলে রাজ্য সরকারের “চোখের আলো” প্রকল্পের অধীনে তফসিলি জাতি উপজাতি মানুষের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার প্রায় এক হাজার জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। অপারেশন বা চশমার প্রয়োজন হলে এক সপ্তাহের মধ্যে বিনামূল্যে তার ব্যবস্থা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ