Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* ২০১৯ সালের বীরভূমে জোড়া বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ কে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার দুই মামলার সব নথি এনআইএ-কে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে আদালত এ-ও জানিয়েছে, ওই তদন্তে রাজ্যকে সমস্ত সহযোগিতা করতে হবে।

* মাওবাদীদের গতিবিধি আঁচ করেই কয়েকদিন আগেই জঙ্গল মহলের একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। এর মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকায় মাওবাদীদের নামে পোস্টার পাওয়া গেল।

* এবার বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমানকে অনভিজ্ঞ বললেন৷ দিলীপ ঘোষ বলেছেন, সুকান্তর অভিজ্ঞতা কম৷ সবে দায়িত্ব পেয়েছেন। তবে যারা এতদিন বিজেপি হয়ে আন্দোলন করেছেন তাদের গুরুত্ব দেওয়া উচিত। যাদের বিশ্বাস করে মানুষ রাস্তায় নেমেছে, তাদের গুরুত্ব দেওয়া উচিত। যোগ্য লোকেদের বাদ দিলে হবে না’।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৪/১১/২০২২

* সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে মুখ খুলেন দিলীপ ঘোষ, এর পর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ও সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “অভ্যন্তরীণ কোন্দলে রাজ্যের বিজেপি নেতারা জর্জরিত । দলের মধ্যে নব্য-আদি নেতাদের মধ্যে কোন্দল ক্রমেই তীব্র হচ্ছে । তা সামলাতেই নাজেহাল হয়ে যাচ্ছেন সুকান্তরা ।”

* আমেদাবাদে নেমে ব্রিটিশ প্রধানমন্ত্রী গেলেন ঐতিহ্যবাহী সবরমতী আশ্রমে ৷ মহাত্মা গান্ধির আশ্রমে মহিলাদের চরকায় সুতো কাটতে দেখে তিনিও বসে পড়লেন ৷ খুব আগ্রহভরে শিখে নিলেন কীভাবে চরকা চালাতে হয়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

* আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ”এখানে যা পেলাম আমি, মানুষের আশীর্বাদে পুনর্জন্ম হল আমার।শত্রুঘন সিনহা বলেন, ”বাংলায় আমার পরিবার আছে। আমি বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশ, পঞ্জাব সহ আরও একাধিক জায়গায় কাজ করেছি। কিন্তু সব থেকে আলাদা এই বাংলা। আমি চারবার সাংসদ হয়েছি, আসানসোলে জয়ের পর পাঁচবার হতে চলেছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ